-
আমাদের শুরুর গল্প
সমস্যার অনুধাবন
১- আমরা অনেকেই আছি যারা নিজেদের ব্যক্তিগত ব্লগে বিভিন্ন টেক আর্টিকেল যেমন, প্রোগ্রামিং ও সফটওয়্যার ডেভেলপমেন্ট সম্পর্কিত টিউটোরিয়াল লিখে থাকি- বাংলায় অথবা ইংলিশে। অনেকেই আছেন যারা ইতোমধ্যে বাংলায় অনেক সুন্দর সুন্দর সিরিজ পোস্ট পর্যন্ত লিখে ফেলেছেন তাদের ব্লগে বা সাইটে। কিন্তু অনেক ক্ষেত্রেই যাদের উদ্দেশ্যে এই (বাংলায়) লেখা তারা অর্থাৎ আমাদের দেশের নবীন এবং প্রোগ্রামিং-এ আগ্রহীরা সেসব উৎসের সন্ধান হয়তবা ঠিকমত পান না অথবা পেলেও সেগুলোর আপডেটের সাথে সঠিক ভাবে নিজেকে আপডেট রাখতে পারেন না।২- অন্যদিকে, একজন শিক্ষানবিস বিশেষ করে একজন নবীন পাঠক হয়ত কোথাও প্রকাশ হওয়া একটা কোর্স শেখা শুরু করে দেয়ার পর সেটা সম্পূর্ণ না করেই অন্যখানে অথবা ওই জায়গাতেই একই বিষয়ের উপর প্রকাশ হওয়া আরেকজন লেখকের আরেকটি কোর্স শুরু করে দেন। এতে করে হয়তবা তিনি কোর্সটির একটি সাধারণ পর্যায় শেষ করার আগেই বার বার দ্বিধাদ্বন্দ্বে পরে যান যে- তিনি কোন কোর্সটি থেকে শেখা শুরু ও শেষ করবেন। কারন প্রথমত তিনি ওই বিষয়ের ব্যাপারে একদমই অজ্ঞ এবং দ্বিতীয়ত কনফিউজড।